Header Ads

Header ADS

দুনিয়া হলো আখিরাতের বাজার স্বরূপ



 আমরা মুসলিম জাতি; আল্লাহ্ তায়ালা আমাদেরকে মুসলমান হিসেবে এই ক্ষণস্থায়ী দুনিয়াতে প্রেরণ করেছেন মাত্র খানিক্ষণের জন্য। হাদীসে নবী করীম (সাঃ) বলেন, “দুনিয়াটা হচ্ছে আখিরাতের বাজার স্বরূপ”

এই দুনিয়াতে থেকেই আমাদেরকে আখিরাতের জন্য সঞ্চয় করতে হবে। আল্লাহ্‌ তায়ালা আমাদের সৃষ্টিকর্তা; অতএব, তাঁরই হুকুম-আহকাম মেনে চলা আমাদের সকলের উপর অত্যাবশ্যকীয়।

ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হলে আমাদেরকে আগে পরিপূর্ণভাবে আল্লাহ্‌ তায়ালার উপর ঈমান আনতে হবে। এ সম্পর্কে মহান আল্লাহ্‌ পাক রাব্বুল আলামীন পবিত্র কুরআন শরীফে ইরশাদ করে বলেন,

“সৎকর্ম শুধু এই নয় যে, পূর্ব কিংবা পশ্চিমদিকে মুখ করবে, বরং বড় সৎকাজ হল এই যে, ঈমান আনবে আল্লাহর উপর কিয়ামত দিবসের উপর, ফেরেশতাদের উপর এবং সমস্ত নবী-রসূলগণের উপর, আর সম্পদ ব্যয় করবে তাঁরই মহব্বতে আত্নীয়-স্বজন, এতীম-মিসকীন, মুসাফির-ভিক্ষুক ও মুক্তিকামী ক্রীতদাসদের জন্যে। আর যারা নামায প্রতিষ্ঠা করে, যাকাত দান করে এবং যারা কৃত প্রতিজ্ঞা সম্পাদনকারী এবং অভাবে, রোগে-শোকে ও যুদ্ধের সময় ধৈর্য্য ধারণকারী তারাই হল সত্যাশ্রয়ী, আর তারাই পরহেযগার।

(সূরাঃ আল বাকারা, আয়াতঃ ১৭৭)

উক্ত আয়াতে কারিমা দ্বারা আল্লাহ্‌ তায়ালা তাঁর বান্দাদেরকে খাঁটি মুসলিম হতে বলেছেন।

তাই আমাদের উচিৎ খাঁটি মুসলিম হওয়া এবং মহান আল্লাহ্‌ তায়ালার বিধিবিধান পালন করা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.