Header Ads

Header ADS

গোড়ায় গলদ হলে তো আগা পঁচবেই...।

 



আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্‌! প্রিয় দ্বীনি ভাই ও বোন, আপনারা সবাই কেমন আছেন? আমি আশা রাখছি আপনারা সবাই খুব ভালো এবং সুস্থ আছেন ভালো থাকারই কথা কারন, নফ্সের খাহেশ পূরণ হলে আপনা আপনিই নিজের খুব আনন্দ লাগে তবে একথা ভুললে চলবে না যে, নফ্ শুধু আরাম আয়েশে থাকাকেই পছন্দ করে সে কষ্ট করা পছন্দ করে না অথচ কষ্টের পরেই কিন্তু সুখ বা স্বস্তি থাকে অধিকাংশ মানুষ এটা বুঝতে চায় না নফ্ যা চায়, তা- করে বসে উদাহরণস্বরূপ, মন চাচ্ছে এখন আমি দশ মিনিট ফেসবুক ব্রাউজ করব কিন্তু দেখা যাচ্ছে এক ঘন্টা, দুই ঘন্টা, এরকম করে সময় চলে যাচ্ছে; কিন্তু আমার ফেসবুক ব্রাউজ আর শেষ হচ্ছে না হঠাৎ শোনা যাচ্ছে আযানের ধ্বনি টনক নড়ে উঠল, আরে মুয়াজ্জিন এতো তাড়াতাড়ি আযান দিয়ে ফেললো আরে ভাই! এটা মুয়াজ্জিনের দোষ নয়, মুয়াজ্জিন ঠিক সময়েই আযান দিয়েছে বরং, আপনিই অনেকক্ষণ ধরে অনলাইন ব্রাউজ করে যাচ্ছেন দোষটা আপনাকেও দেয়া যায় না আসলে গোড়ায় গলদ থাকলে এরকম হবেই

আমাদের যুগ থেকে একটু পিছনের যমানায় নজর দিন বড় বড় অলি আউলিয়াগণ, মনীষীরা কিভাবে জীবন কাটাতেন! তাঁরা তো আপনার আমার মতো সকাল নয়টা দশটা পর্যন্ত ঘুমাতেন না, তাঁরা তো কষ্ট না করেই আরাম আয়েশের পিছনে ছুটতেন না তাঁরা ফজর নামায পড়ে দুনিয়ায় জীবন ধারণের জন্য আল্লাহর নামে কাজে লেগে যেতেন এবং কাজ শেষে আল্লাহর শুকরিয়া আদায় করতেন তাঁরা যখন পারিশ্রমিক পেতেন, সেখান থেকে গরীব অসহায়দের সাহায্য সহযোগিতা করতেন অথচ আমরা তো গরীবদের দেখতেই পারি না সাহায্যের জন্য হাত পাতলে আমরা তাড়িয়ে দেই অনেকে তো মাত্র দুই টাকা দেয় আপনি প্রতি মাসে দশ হাজার থেকে এক লাখ টাকা ইনকাম করেন সেখান থেকে কিছু অংশ গরীবদের জন্য রেখে দিলে কি ক্ষতি হয়!

আজকালকার ছোট ছোট ছেলেমেয়েদের কাজ দেখলে কলিজাটা ফেটে যায় এবং খুব রাগও হয় তাদের মাতাপিতার উপর ঘর থেকে বের হলেই দেখতে পাওয়া যায় ছোটদের হাতে এন্ড্রয়েড ফোন ফ্রি ফায়ার, পাবজির মতো ভয়ঙ্কর গেম খেলাতে ব্যস্ত এদের ভবিষ্যৎ তো শেষ ভালো ভবিষ্যৎ তো আশা করা যায় না করোনার জন্য বাংলাদেশ সরকার বছর খানেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছিলো আর এরই মধ্যে ছেলেমেয়েদের হাল একদম বেহাল অবস্থা একটা পত্রিকায় পড়েছিলাম পাবজি খেলার জন্য ছেলে তার পিতার কাছে ইন্টারনেট কেনার জন্য টাকা চেয়েছিলো পিতা না দেয়ায় ছেলেটা আত্মহত্যা করেছে এখন দোষটা কাকে দিবেন? আমি তো পিতাকেই দোষ দিবো কেননা, পিতা যদি ছেলেকে নতুন এন্ড্রয়েড ফোন না দিয়ে নতুন শিক্ষামূলক বই কিনে দিতো! তাহলে এরকম হতো না

যেসব মাতাপিতা আমার এই লেখাটা পড়ছেন, আশা রাখবো আপনারা নিজেদের সন্তানদের খেয়াল রাখবেন ওদের মোবাইল না দিয়ে ইসলামীক বই কিনে দিন এবং কার সাথে কিরূপ আচরণ করতে হবে, গরীবদের কিভাবে সাহায্য করতে হবে সেটা নিজে করার মাধ্যমে সন্তানদের শিখিয়ে দিন আরেকটি কথা! সন্তানদের সামনে কখনো কোনো খারাপ ভাষা উচ্চারণ করবেন না আপনার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কথাবার্তা, প্রতিটি কাজকর্ম আপনার সন্তানদের উপর আছর করে সন্তানকে সুব্যবহার শিক্ষা দিন, দুব্যবহার নয় কষ্ট করাকে ভালোবাসতে শিখান, আরাম আয়েশকে নয় সন্তানকে ভালোর আসক্তি শিখান, খারাপের নয়। কারণ, এমন এক সময় আসবে যে; সন্তান দোষ করলে আপনাকে পাকড়াও করা হবে

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.